ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে জনসংহতি সমিতির অবরোধ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
রাঙামাটিতে জনসংহতি সমিতির অবরোধ চলছে

রাঙামাটি: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ডাকে সোমবার (১৩ জুন) থেকে টানা দু’দিনের (৩৬ ঘণ্টা) সড়ক ও নৌ পথ অবরোধ শুরু হয়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ৬টা থেকে এ অবরোধ শুরু হয়েছে।

৪ জুন ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ৪ নম্বর ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ফলাফল বাতিল ও পুনঃ ভোটগ্রহণের দাবিতে এ অবরোধ পালন করছে জনসংহতি সমিতি।

অবরোধের কারণে শহরে আভ্যন্তরীণ কোনো যান চলাচল করছে না। দূরপাল্লার সব যান চলাচলও বন্ধ রয়েছে। জেলার সঙ্গে উপজেলার সব কয়টি রুটে নৌ-যোগাযোগও বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে শহরে বিক্ষিপ্তভাবে পিকেটাররা অবস্থান করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রশিদ জানান, অবরোধে জনগণের নিরাপত্তায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।