ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় সাঁড়াশি অভিযানে ৩ জেএমবি সদস্যসহ গ্রেফতার শতাধিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
বগুড়ায় সাঁড়াশি অভিযানে ৩ জেএমবি সদস্যসহ গ্রেফতার শতাধিক

বগুড়া: বগুড়া জেলার পৃথক স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যসহ বিভিন্ন মামলায় ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুন) দুপুর পৌনে ১টায় বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান।

তিনি জানান, রোববার (১২ জুন) দিবাগত রাত থেকে সোমবার (১৩ জুন) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জেএমবি সদস্যরা হলেন- আব্দুল আওয়াল (২৫), আহসান হাবিব ওরফে জামাত আলী (৩৬) ও আবু তাহের (৩৫)।

গ্রেফতারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এমবিএইচ/এসআরএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।