ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

অভিযানের নামে ২১শ’ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
অভিযানের নামে ২১শ’ বিএনপি নেতাকর্মী গ্রেফতার

ঢাকা: অভিযানের নামে সারাদেশ থেকে বিএনপির ২১শ’ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (১৩ জুন) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।


 
রিজভী বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর জুলুম অত্যাচারের জন্য এ ‍অভিযান চালানো হয়েছে। জঙ্গি অভিযানের নামে দেশবাসীর ওপর চারানো হচ্ছে স্টিম রোলার।
 
এ অভিযান ধারাবাহিক হত্যাকাণ্ড বন্ধ করার জন্য নয়, গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানীর  জন্যই গ্রেফতার অভিযান চালানো হচ্ছে বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর।

জঙ্গিবাদ আড়াল করতে এ অভিযান চালিয়ে সাধারণ মানুষকে হয়রানী করছে বলেও অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘বাংলাদেশে উগ্রবাদীদের হত্যাকাণ্ড নিয়ে প্রায় সাত হাজারের  অধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২১শ’র অধিক বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হচ্ছে অসংখ্য নিরীহ ও সাধারণ মানুষকে। অথচ মূল জঙ্গিদের এখনও চিহ্নিত করতে পারেনি। মাত্র ৮৫ জনকে সন্দেহভাজনকে জঙ্গি হিসেবে আটক করা হয়েছে বলে পুলিশ সদর দফতর থেকে প্রেরিত বার্তায় বলা হয়েছে’।

এক প্রশ্নে জাবাবে রিজভী বলেন, চাপে রাখতে শীর্ষ নেতা থেকে শুরু করে ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিবদের বাড়ির সামনে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ কিসের আলামত। বিএনপি নেতাকমীরা স্বাভাবিক ভাবে চলাফেরাও করতে পারছে না।

বিএনপির এ নেতা বলেন, অভিযানের নামে গণগ্রেফতার এবং বন্দুক যুদ্ধের নামে প্রাণহানীর ঘটনা ঈদের আগে দেশের মানুষকে ঠেলে দেওয়া হয়েছে ভীতি আর আতঙ্কের রাজ্যে। চাদাবজিও চলছে হরদম।

বিগত আন্দোলনে পেট্রোল বোমা নিক্ষেপ করার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, ‘যেখানেই পেট্রোল বোমা ও আগুন সেখানেই আওয়ামীরা। তাদের রাজনৈতিক সংস্কৃতিই হচ্ছে সন্ত্রাস ও শক্তি প্রয়োগ করা। পাশাপাশি অপপ্রচার ও ষড়যন্ত্রের পথে হাঁটতে আওয়ামী লীগের জুড়ি মেলা ভার। ’

সরকার পুলিশকে ব্যাবহার করে গায়ের জোরে যে কারো বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছে। এ ধরনের মামলা হাস্যকর এবং জনগণ তা বিশ্বাস করবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল. সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মাহবুবুল হক নান্নু, সহ দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এমএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।