ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বড়াইগ্রামে জামায়াতের সেক্রেটারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
বড়াইগ্রামে জামায়াতের সেক্রেটারি আটক

নাটোর: দেশব্যাপী জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জামায়াতের সেক্রেটারি আবুল হোসাইনকে (৪৪) আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৩ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার মৌখাড়া বাজার থেকে তাকে আটক করা হয়।

আবুল হোসাইন বড়াইগ্রাম উপজেলার মামুদপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, আবুল হোসাইন বড়াইগ্রাম উপজেলার জামায়াতের সেক্রেটারি। চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে এবং নাশকতা ও হামলা করতে পারে এমন আশঙ্কায় তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।