ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় যুবলীগের প্রতিবাদ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
গাইবান্ধায় যুবলীগের প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

ফুলছড়ি উপজেলা যুবলীগ সভাপতির বাসভবন, উপজেলা চেয়ারম্যানের কার্যালয়, উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি অফিস ভাঙচুর ও হামলাকারীদের গ্রেফতার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

 

সোমবার (১৩ জুন) বিকেলে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।  

ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার সাহিদ হাসান লোটন, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনার রশিদ ইমন, সাবেক কাউন্সিলর রেজাউল করিম ভুট্টু, সদর থানা যুবলীগের আহবায়ক আবু বক্কর কাজল, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম, শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শিশির আহম্মেদ সোহাগ, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি শহিদুল ইসলাম জীবন, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর-রশিদ হিরু, সাধারন সম্পাদক নাছিরুল আলম স্বপন, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান পারভেজ রোমান, নব-নির্বাচিত ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মণ্ডল, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বাবু, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কঞ্চিপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বাবলু, প্রজন্মলীগ নেতা মেহেদী হাসান বাবু প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুন ১৩, ২০১৬
পিসি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।