ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বাগমারায় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বাগমারায় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার

রাজশাহী: রাজশাহীর বাগমারায় হামিরকুৎসা এলাকায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ আহমেদের গলাকাটা মরদেহ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৪ জুন) সকালে হামিরকুৎসা গ্রামের একটি পুকুরে এ মরদেহ পাওয়া যায়।

তিনি একদিন ধরে নিঁখোজ ছিলেন বলে জানা গেছে।

মরদেহটি বর্তমানে ভাসমান অবস্থায় পুকুরেই আছে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।

নিহত আলতাফ হামিরকুৎসা গ্রামের মৃত মজিবুল শাহার ছেলে। যে পুকুরে আলতাফের মরদেহ পাওয়া গেছে সেখান থেকে তার বাড়ির দূরুত্ব মাত্র ২০০ গজ বলে জানিয়েছেন স্থানীয়রা।

হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, সকালে হারিমকুৎসা গ্রামের একটি পুকুরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। তবে কে বা কারা আলতাফকে হত্যা করেছে তা জানা যায়নি।

রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।