ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে আওয়ামী লীগ নেতা অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বান্দরবানে আওয়ামী লীগ নেতা অপহৃত

বান্দরবান: বান্দরবানে মংপু মারমা (৩৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৩ জুন) রাতে বান্দরবান সদরের জামছড়ি মুখপাড়া থেকে তাকে অপহরণ করা হয়।

তিনি বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ১০/১২ জনের একদল অস্ত্রধারী জামছড়ি মুখপাড়া ঘেরাও করে মংপুকে অপহরণ করে গভীর জঙ্গলের দিকে নিয়ে যায়। তাকে পার্শ্ববর্তী মনজয় পাড়ার দিকে নিয়ে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাতেই বাঘমারা, ডলু পাড়া, আন্তাহা পাড়া ক্যাম্প থেকে সেনাবাহিনীর বেশ কয়েকটি টহল দল উদ্ধার অভিযানে নামে বলে জানা গেছে।

বান্দরবান পুলিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, অপহৃত আওয়ামী লীগ নেতাকে উদ্ধারে পুলিশ ও সেনাবাহিনী অভিযান শুরু করেছে। সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তবে কারা তাকে অপহরণ করেছে তা জানা যায়নি।

সদ্য শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে এ অপহরণের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।