ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে জামায়াত নেতাসহ আটক ৪৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
সিলেটে জামায়াত নেতাসহ আটক ৪৭

সিলেট: সিলেটে সাঁড়াশি অভিযানে জামায়াত নেতাসহ ৪৭ জনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৩ জুন) দিনগত রাত থেকে মঙ্গলবার (১৪ জুন) দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৬ জনকে এবং মহানগরীর ৬ থানা এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়েছে।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা বাংলানিউজকে জানান, সাঁড়াশি অভিযানে জেলা পুলিশের আওতাধীন থানা এলাকা থেকে ৩৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কানাইঘাট উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ছদরুল ইসলামও রয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, সিলেট মহানগরীর ৬ থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এনইউ/আর‌আইইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।