ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে আ’লীগ নেতা গুলিবিদ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বাগেরহাটে আ’লীগ নেতা গুলিবিদ্ধ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চিংড়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মো. আলী আক্কাস বুলুকে (৫২) মারধর করে তার দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ জুন) সকালে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি ইউপি নির্বাচনে চিংড়াখালী থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচন হন তিনি।

মোরেলগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আমিরুল আলম মিলন চিংড়াখালী ইউনিয়ন চেয়ারম্যান বুলুর রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, সকালে বাড়ি থেকে বেরিয়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন বুলু। এসময় ভূমি অফিসের সামনে পাঁচ/ছয়জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে। এ সময় তারা লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে আলী আক্কাস বুলের দুই পা ও ডান হাত ভেঙে দেয় এবং গুলি করে পালিয়ে যায়। এতে তার দুই পায়ে গুলিবিদ্ধ হয়।
স্থানীয় আওয়ামী লীগের দ্বন্দ্বে প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা তার।

তিনি আরও বলেন, জনপ্রিয় এ নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ায় একটি পক্ষ তা মেনে নিতে পারে নি। এ কারণে কিছু দিন তিনি এলাকা ছাড়াও ছিলেন। ইউনিয়ন চেয়ারম্যান শপথ নেওয়ার পর তিনি আবার এলাকায় ফিরে আসেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আলী আক্কাস বুলুর দুই পায়েই গুলি লেগেছে। বর্তমানে তার অস্ত্রপাচার চলছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম ঘটনাস্থল থেকে বাংলানিউজকে বলেন, আমরাও গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। আহত আলী আক্কাস বুলুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।