ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জেএমবি সদস্যসহ গ্রেফতার ৯৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বগুড়ায় জেএমবি সদস্যসহ গ্রেফতার ৯৬

বগুড়া: বগুড়ায় বিশেষ অভিযান চালিয়ে জেএমবি সদস্য মোখেলছুর (৪৫) ও জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় ৯৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১৩ জুন) রাত থেকে মঙ্গলবার ভোরপর্যন্ত বগুড়ার বিভিন্ন উপজেলায় পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার হয়।

 

এদের মধ্যে- সদরে ১৭ জন, শিবগঞ্জে ৭ জন, সোনাতলায় ৪ জন, গাবতলীতে ১১ জন, সারিয়াকান্দিতে ৫ জন, ধুনটে ৪ জন, শেরপুরে ১২ জন, নন্দীগ্রামে ৯ জন, আদমদীঘিতে ৫ জন, দুপচাঁচিয়ায় ৪ জন, কাহালুতে ৪ জন, শাজাহানপুরে ১০ জন ও জেলা গোয়েন্দা পুলিশ ৪ জনকে গ্রেফতার করে।

পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতাররা নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন মামলার আসামি।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয়ত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এমবিএইচ/আরআইইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।