ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
বাগেরহাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলতাফ সরদারকে (৫৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ জুন) সকালে ইউনিয়নের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আলতাফ সরদারের বাড়ি উপজেলার উত্তর চিংড়াখালী গ্রামে। তাকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত বিএনপি নেতার ভাই আক্কাস সরদারের অভিযোগ, তুচ্ছ ঘটনা নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আলতাফের সঙ্গে স্থানীয় আরিফ সরদার নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলতাফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন আরিফ।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বাংলানিউজকে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।