ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

রৌমারীতে ইউপি আ’লীগের ১১ নেতা বহিষ্কার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
রৌমারীতে ইউপি আ’লীগের ১১  নেতা বহিষ্কার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রৌমারী (কুড়িগ্রাম): ষষ্ঠ ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউপি  চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের ১১ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ সাধারণ সভায় বহিষ্কার আদেশের চিঠি পড়ে শোনান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন।



বহিষ্কৃতরা হলেন, যাদুরচর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, আব্দুস সামাদ, আব্দুল খালেক, আব্দুল হামিদ, ময়নুল হক, আব্দুল গণি, সুলতান মাহমুদ, আব্দুল মমিন, আব্দুর রউফ, সাইদুর রহমান বিএ।

গত  ৪ জুন অনুষ্ঠিত যাদুরচর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাখাওয়াত হোসেন বিএনপি প্রার্থী সরবেশ আলীর কাছে বিপুল ভোটে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এএনজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।