ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

নড়াইলে শিবির নেতাসহ আটক ৩, ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
নড়াইলে শিবির নেতাসহ আটক ৩, ককটেল উদ্ধার

নড়াইল: নড়াইল পৌর শিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ (২৫) তিনজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। এসময় ছয়টি ককটেল, একটি কম্পিউটার ও কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার বরাশুলা এলাকায় ওই শিবির নেতার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক অপর দু’জন হলেন-পৌর শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের স্ত্রী খাদিজা বেগম কেয়া (২২) ও আবু তাহের (১৯)।

ডিবি পুলিশ জানায়, ওই শিবির নেতার বাসায় বিস্ফোরক ছিল। খবর পেয়ে রাতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময়  জাহিদুলের বাসায় ছয়টি ককটেল, একটি কম্পিউটার ও কিছু জিহাদি বই পাওয়ায় তাদের তিনজনকে আটক করা হয়।

নড়াইল ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।