ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সরাইলে ১৪৪ ধারা ভঙ্গ করে আ'লীগের সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
সরাইলে ১৪৪ ধারা ভঙ্গ করে আ'লীগের সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২২ জুলাই) বিকেল সোয়া পাঁচটার দিকে উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ করা হয়।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, নবনির্মিত চুন্টা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করতে সরাইলের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে প্রধান অতিথি করে সুধী সমাবেশের আয়োজন করেছিল চুন্টা ইউনিয়ন জাতীয় পার্টি।

কিন্তু একই স্থানে চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান কবীরের আহবানে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ডাকা হয়। এতে স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

স্থানীয়রা জানায়, বিকেল পাঁচটার পর চুন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলমান কবীরের নেতৃত্বে ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ ও পরে বাজারে বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশে সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান শের আলম মিয়া ও চুন্টা ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া বক্তব্য রাখেন।

পরে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেনের নেতৃত্বে বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বাংলানিউজকে বলেন, পুলিশ ফোর্স স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সমাবেশে বাধা দিয়েছে এবং তাদের নিবৃত করার চেষ্টা করেছে।

সরাইল উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেন বলেন, আমরা সফল সমাবেশ করেছি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা বলেন, পুলিশী বাধা উপেক্ষা করেও আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল-সমাবেশ করেছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।