ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্র নেতাদের কারাগারে পাঠানোয় ছাত্রদলের নিন্দা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ছাত্র নেতাদের কারাগারে পাঠানোয় ছাত্রদলের নিন্দা

ঢাকা: রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি মুর্তজা ফাহিম ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ’র জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
 
শুক্রবার (২২ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ছাত্রদল নেতাদের সাজানো মিথ্যা মামলায় একের পর জামিন বাতিল করা হচ্ছে।

আমরা এটিকে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করছি না। আদালতের ওপর ভর করে বিরোধী মতের ছাত্র নেতাদের এভাবে জেলে পাঠানো নজিরবিহীন।
 
তারা আরো বলেন, প্রতিদিন ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপের ছবি খবর প্রকাশ হওয়ার পরও পুলিশ তাদের খুঁজে পায় না। কিন্তু ছাত্র দলের নেতা-কর্মীরা কিছু না করলেও রুটিন করে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। পরিকল্পিত মিথ্যা মামলায় আদালতে দাঁড়ালে জামিন নামঞ্জুর করা হচ্ছে।
 
গ্রেপ্তার ছাত্র নেতাদের অবিলম্বে মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ছাত্র‍দলের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সরকারকে একচোখা কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় দেশের ছাত্রসমাজ এ কর্মকাণ্ডের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
 
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে রাজশাহী কলেজ ছাত্রদল সভাপতি মুর্তজা ফাহিম, সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
 
বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।