ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সেমিনারে যোগ দিতে দিল্লি গেলেন মওদ‍ুদ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
সেমিনারে যোগ দিতে দিল্লি গেলেন মওদ‍ুদ

ঢাকা: নয়াদিল্লিতে ‘ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ’ (আইপিসিএস)  নয়াদিল্লির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে ঢাকা ছাড়লেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।  

শনিবার (২৩ জুলাই) সকাল ১০টা ১০ মিনিটে জেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন।

সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জান‍ানো হয়। এতে বলা হয়, সেমিনারে প্রধান বক্তা হিসেবে মওদুদ বক্তব্য রাখবেন।

তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ।

সফরে তিনি আজমীর শরীফ খাজা বাবার মাজার জিয়ারত শেষে ২৭ জুলাই তিনি দেশে ফিরবেন।

এছাড়া চিকিৎসার জন্য আগামী ২৮ জুলাই দুপুর ১২টা ০৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ব্যাংকক যাবেন। চিকিৎসা শেষে ৩০ জুলাই তিনি ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
বিএস   

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।