ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জার্মানিতে শপিংমলে সন্ত্রাসী হামলায় ন্যাপের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
জার্মানিতে শপিংমলে সন্ত্রাসী হামলায় ন্যাপের নিন্দা

ঢাকা: জার্মানির মিউনিখের শপিংমলে গুলি চালিয়ে মানুষ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার (২৩ জুলাই) ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান।

তারা বলেন, শপিংমলে সন্ত্রাসী হামলা করে মানুষ হত্যা করার ঘটনা অমানবিক ও কাপুরুষের। বিশ্বব্যাপী এই ধরনের নির্মম হামলা সমগ্র বিশ্বকেই অস্থিতিশীল করে তুলছে।

নেতারা মিউনিখে নিহতদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।