ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিংড়ার ১২ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
সিংড়ার ১২ ইউপি চেয়ারম্যানের শপথগ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদের (ইউপি) নব-নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা শপথ নিয়েছেন।

শনিবার (২৩ জুলাই) বিকেল ৫টার দিকে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যনদের এবং সিংড়া উপজেলা মিলনায়তনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক খলিলুর রহমান নব-নির্বাচিত চেয়ারম্যানদের ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমন্ত হেনরী কুবি সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন- নাটোর স্থানীয় সরকার পরিচালক (এডিসি) এনামুল হক ও সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- শুকাস ইউপির আব্দুল মজিদ, ডাহিয়া ইউপির এম আবুল কালাম, ইটালী ইউপির আরিফুল ইসলাম, কলম ইউপির মঈনুল ইসলাম চুনু, চামারী ইউপির রশিদুল ইসলাম, হাতিয়ানদহ ইউপির মাহবুবুর রহমান, লালোর ইউপির নজরুল ইসলাম, শেরকোল ইউপির লুৎফুল হাবিব রুবেল, তাজপুর ইউপির মিনহাজ উদ্দিন, চৌগ্রাম ইউপির জাহিদুল ইসলাম ভোলা, ছাতার দীঘি ইউপির প্রদীপ কুমার রুদ্র ও রামানন্দ খাজুরা ইউপির তপন কুমার সরকার।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।