ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
রংপুরে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৫১

রংপুর: রংপুরের আট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার চার্জশিট ভুক্ত তিন জামায়াত কর্মীসহ ৫১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ জুলাই) দিবাগত রাত থেকে সোমবার (২৫ জুলাই) সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামি। বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছিলো। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।

গ্রেফতারকৃতদের নামে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে পাঠানো হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।