ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপির হরতালে জনজীবন স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
বগুড়ায় বিএনপির হরতালে জনজীবন স্বাভাবিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের প্রতিবাদে বগুড়ায় বিএনপির ডাকা আধাবেলা হরতালে চলেছ| তবে এ হরতালে কোনো সাড়া মেলেনি। জনজীবন স্বাভ‍াবিক রয়েছে এবং সবকিছু চলছে অন্য দিনের মতো।

সোমবার (২৫ জুলাই) ভোর ৬টা থেকে আধাবেলার হরতাল শুরু হলে বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে পরিস্থিতি অন্য দিনের মতো স্বাভাবিক হতে থাকে।

সকাল থেকেই শহর এলাকায় বিভিন্ন যানবাহন চলতে শুরু করে। অফিস-আদালত, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান যাথারীতি চালু রয়েছে। স্থানীয় বিভিন্ন রুটে যানবাহন চলাচল করতেও দেখা যায়।

ঢাকা-বগুড়া মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও ট্রাক অন্য দিনের মতই চলাচল করছে। হরতালের সমর্থনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।

গত ২১ জুলাই অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এমবিএইচ/টিআই
 
 
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।