ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রিজভী-মারুফ কামালসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
রিজভী-মারুফ কামালসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: রাজধানীর পল্লবী থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেলসহ বিএনপির ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (২৫ জুলাই) মামলাটি আমলে গ্রহণ করে পলাতক ওই আসামিদের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ রুহুল আমিনের আদালত।

মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া প্রমুখ।

২০১৫ সালের জানুয়ারি মাসে পল্লবী থানা এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ২৩ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এমআই/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।