ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বদরগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
বদরগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন।

সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি আবেদা গুলশান তাদের শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপজেলার ১০ ইউনিয়নের ৯০ জন পুরুষ ও ৩০ জন নারী ইউপি সদস্য শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ওবায়দুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এমডি শামসূল হক, উপজেলা প্রকৌশলী আবু তালেব সরকার, মৎস্য অফিসার রবিউল আলম পারভেজ, সমাজসেবা অফিসার হুমায়ন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এএনজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।