ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মঠবা‌ড়িয়ায় আ’লী‌গের দু’গ্রু‌পের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
মঠবা‌ড়িয়ায় আ’লী‌গের দু’গ্রু‌পের সংঘর্ষে নিহত ১

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মো. লিটন (৩০) নামে যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

সোমাবার (২৫ জুলাই) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

লিটন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় যুবলীগ কর্মী মো. লিটন, পৌর ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, ফারুক খান, সিদ্দিকুর রহমান ও পথচারী মো. রাশেদ গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় লিটনকে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটানায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।