ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে পৌর জামায়াতের আমিরসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
ঝিনাইদহে পৌর জামায়াতের আমিরসহ গ্রেফতার ২

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পৌর জামায়াতের আমিরসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৬ জ‍ুলাই) রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

এসময় কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুম ও কালীগঞ্জ উপজেলার ছোট ঘিঘাটি গ্রামের গোলাম খাঁর ছেলে হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।