ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারের মধ্যে জঙ্গি রয়েছে, দাবি শাহ মোয়াজ্জেমের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
সরকারের মধ্যে জঙ্গি রয়েছে, দাবি শাহ মোয়াজ্জেমের ছবি: আনোয়ার হোসেন রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারের মধ্যে জঙ্গি রয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।
 
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ এবং গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আলোচনা সভায় আয়োজন করে বাংলাদেশ ইয়ূথ ফোরাম।

সরকারের মধ্যে জঙ্গি রয়েছে অভিযোগ করে শাহ মোয়াজ্জেম বলেন, শ্যামলীতে নয় ‘জঙ্গি’কে কেন হত্যা করা হলো, তাদের গ্রেফতার করে কেন বিচারের আওতায় আনা হলো না?
 
তিনি বলেন, আমাদের যদি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততা পান, তাহলে বিচার করে ফাঁসি দেন, কোনো আপত্তি নেই। আমরাও জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গি দমন করুন, তবে তাদের আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে হবে।
 
বিএনপির এ নেতা বলেন, গুলশানে হামলা ও শোলাকিয়া ঈদ জামাতে হামলাকারীদেরও একইভাবে কেন মেরে ফেলা হলো? তাদেরকে বেঁচে রেখে বিচার করলে আমরা প্রকৃত ঘটনা জানতে পারতাম।
 
উচ্চ আদালতে দুর্নীতির মামলায় তারেক রহমানকে দণ্ড দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, এই মামলায় যেখানে বিচারিক আদাল তারেক রহমানকে বেকসুর খাল‍াস দিয়েছেন। এই মামলায় তারেক রহমানের বিরুদ্ধে কেউ সাক্ষী দেননি। উচ্চ আদালত কিভাবে এই রায়ের বিরুদ্ধে কিভাবে বিচার করতে পারেন। একদিন এর বিচার হবে।
 
ফোরামের উপদেষ্টা আকবর হোসেন ভূইয়া নান্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপি নেতা আনোয়ার হোসেন, ইউনুছ মৃধা, ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
টিএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।