ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের রায়ের প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
তারেকের রায়ের প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ

খুলনা: অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায়ের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ করেছে বিএনপি।

বুধবার (২৭ জুলাই) দুপুরে মহানগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

 
খুলনা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান অপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।  

বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, বিএনপি নেতা শেখ মোশাররফ হোসেন, এহতেশামুল হক শাওনসহ উভয় থানার নেতারা।  

পরে খালিশপুর বিএনপি অফিস চত্বরে,  দৌলতপুর থানা বিএনপি ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে এবং খানজাহান আলী থানা বিএনপি শিরোমনি বৈশাখী মার্কেট চত্বরে বিক্ষোভ সমাবেশ করে।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।