ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

লাকসামে বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ৪০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
লাকসামে বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ৪০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপির সভায় আওয়ামী লীগের মিছিল থেকে হামলার ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের সংঘর্ষে বিএনপির সাবেক সংসদ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।

এদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ রয়েছেন।

সংঘর্ষকালে বিএনপির কার্যালয়, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

বুধবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে লাকসাম দক্ষিণ পৌর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আনোয়ারুল আজিম রয়েছেন। তবে অন্যদের  নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র জানান, বিকেলে দক্ষিণ লাকসাম এলাকায় বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সভা চলছিল। এ সময় ‍স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা জঙ্গি ও নাশকতা বিরোধী মিছিল নিয়ে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে আনোয়ারুল আজিমসহ উভয়পক্ষের ৪০ নেতাকর্মী আহত হয়।

সংঘর্ষ চলাকালে বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হন। এছাড়া  আনোয়ারুল আজিমের লেক্সাস গাড়ি, বিএনপি নেতাকর্মীদের একটি নোয়া গাড়ি ও নয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নাসির নামে একজন ফোন রিসিভ করে বাংলানিউজকে জানান, কেউ গুলিবিদ্ধ ও আহত হয়েছে কি না তারা জানেন ‍না। সেখানে বিএনপির মিটিং ও আওয়ামী লীগের মিছিল ছিল। এতে দু’পক্ষের মধ্যে গণ্ডগোল হয়।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।