ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

লামায় আ.লীগ নেতাকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
লামায় আ.লীগ নেতাকে অপহরণ

বান্দরবান: ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নুরুল আবছারকে (৫৫) অপহরণ করেছে সন্ত্রাসীরা।

 

বৃহস্পতিবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে তাকে উপজেলার হারজাগা এলাকার নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়।

অপহৃত নুরুল ফাসিয়াখালী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের একটি ওয়ার্ডের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার বাংলানিউজকে জানান, রাতে হারগাজা এলাকার গুলবানুর পাড়ায় তার নিজ বড়ি থেকে সন্ত্রাসীরা নুরুলকে অস্ত্রের মুখে অপহরণ করে। পরে তার পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, ওই নেতাকে উদ্ধারের পুলিশ সম্ভাব্য স্থানগুলোতে অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এএনজি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।