ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের জঙ্গি বিরোধী সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের জঙ্গি বিরোধী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা মহানগর উত্তর যুবলীগের আয়োজনের কেন্দ্রীয় শহিদ মিনারে চলছে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাবেশ।  

শনিবার (৩০ জুলাই) বিকেল ৪টায় এ যুব সমাবেশ শুরু হয়।

 

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন যুবলীগ উত্তরের সভপতি মাইনুল হোসেন খান নিখিল।

এদিকে সমাবেশ উপলক্ষে দুপুর থেকেই ঢাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা শহীদ মিনার প্রাঙ্গণে এসে সমবেত হয়েছেন। এসময় তারা বিভিন্ন জঙ্গিবাদ বিরোধী স্লোগান দিতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এসকে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।