ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পরশুরামে ছাত্রলীগের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
পরশুরামে ছাত্রলীগের কমিটি গঠন

ফেনী: ফেনীর পরশুরাম উপজেলায় ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩০ জুলাই) বিকেলে জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহ উদ্দিন ফিরোজ ও সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জজ স্বাক্ষরিত সংবাদমাধ্যমকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করার জন্য আগামী তিন মাসের জন্য ১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে জমির উদ্দিন ভাবনকে আহবায়ক, সাইফুল ইসলাম টুটুল, এস কে এম রবিন, নুর রহমান মুরাদ ও হাবিবুর রহমান সাকিবকে যুগ্ম-আহ্বায়ক করা হয়।

এছাড়া কমিটিতে সামছুল ইসলাম চৌধুরী নয়ন, আনোয়ার হোসাইন, আবদুল আহাদ চৌধুরী, মো. আলম, মো. মজনু, মাসুম চৌধুরী, মো. হারুন ও মো. রাসেলকে সদস্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।