ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আয়-ব্যয়ের হিসাব দিতে আ’লীগ-বিএনপিসহ সময় চাইল ১০ দল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
আয়-ব্যয়ের হিসাব দিতে আ’লীগ-বিএনপিসহ সময় চাইল ১০ দল

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপিসহ ১০টি দল বিগত পঞ্জিকা (২০১৫ সাল) বছরের আয়-ব্যয়ের হিসাব দিতে নির্বাচন কমিশনে (ইসি) সময় বাড়াতে আবেদন করেছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব কোনো অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করে তার প্রতিবেদন ইসিতে জমা দিতে হয়।

এক্ষেত্রে পরপর তিন বছর কোনো দল হিসাব দিতে ব্যর্থ হলে, সে দলের নিবন্ধন বাতিলের বিধান করা হয়েছে।

ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজামান বাংলানিউজকে বলেন, নির্বাচন কমিশনে ৪০টি দল নিবন্ধিত রয়েছে। রোববার (৩১ জুলাই) হিসাব দেওয়ার শেষদিন পর্যন্ত দশটি দল হিসাব দেয়নি।

দলগুলো হলো- আওয়ামী লীগ, বিএনপি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট।

২০১৫ সালেও আওয়ামী লীগ, বিএনপিসহ বেশক’টি দল সময় বাড়ানোর আবেদন করেছিল। তখন সময় বাড়িয়েছিল ইসি।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
ইইউডি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।