ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় ২ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
গাইবান্ধায় ২ জামায়াত কর্মীসহ গ্রেফতার ৮

গাইবান্ধা: গাইবান্ধার সাত উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের দুই কর্মীসহ বিভিন্ন মামলার পলাতক আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত থেকে সোমবার (০১ আগস্ট) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

তবে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আশাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, নাশকতা মামলায় সুন্দরগঞ্জ উপজেলা থেকে জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ‍

এছাড়া গ্রেফতারি পরোয়ানা, চুরি, ছিনতাই, মারপিট, ভাঙচুর, নাশকতা ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক মামলায় আরও ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।