ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে জেএসএস সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
বান্দরবানে জেএসএস সভাপতি গ্রেফতার

বান্দরবান: সন্ত্রাস, অপহরণ, হত্যা ও চাঁদাবাজির মামলায় বান্দরবান জনসংহতি সমিতির সভাপতি উছোমং মারমাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ জুলাই) রাতে কালাঘাটার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

২৭ জুলাই সুয়ালক ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুলতানপুর এলাকার বাসিন্দা আবদুল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে, ২৭ জুলাই উছোমং মারমাসহ জনসংহতি সমিতির ১০ নেতা অপর একটি অপহরণ চাঁদাবাজি মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন। একইদিন রাতে আবদুল করিমের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ্ বাংলানিউজকে জানান, উছোমং মারমার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বান্দরবান সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মংপু মারমার অপহরণের ঘটনায় জনসংহতি সমিতির জেলা শাখার সভাপতি উছোমং মারমাসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় ৩৪ নেতাকর্মীকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়। গত ১২ জুন মংপু মারমাকে সন্ত্রাসীরা অপহরণ করে। এখনো তার খোঁজ মেলেনি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।