ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

তারেকের রায়ের প্রতিবাদে না’গঞ্জে যুবদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
তারেকের রায়ের প্রতিবাদে না’গঞ্জে যুবদলের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল করেছে নারায়াগঞ্জ জেলা ও মহানগর যুবদল।

সোমবার (০১ আগস্ট) দুপুরে শহরের মন্ডলপাড়া এলাকা থেকে মিছিল বের করে ডিআইটি জেলা বিএনপি কার্যালয় সামনে এসে শেষ হয়।

মিছিল থেকে নেতাকর্মীরা তারেকের বিরুদ্ধে দেওয়া রায়ের প্রতিবাদ জানান। মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, মহানগর যুবদলের আহবায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদসহ জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
আরআইএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।