ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘কোমরে জোর থাকলে ভারতে মুদ্রা পাচার থামান’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
‘কোমরে জোর থাকলে ভারতে মুদ্রা পাচার থামান’ ছবি: সুমন শেখ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, কোমরে জোর থাকলে ভারতে যে মুদ্রাপাচার হচ্ছে তা বন্ধ করে দেখিয়ে দেন।
 
সোমবার (০১ আগস্ট) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 
হান্নান শাহ বলেন, ‘ঈদের তিনদিনে ভারতীয় দূতাবাস দেড় লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে। প্রতিজন ৩০ হাজার করে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা পাচার করেছে। এ টাকা ব্যাংকের মাধ্যমে যায়নি। ’

বাংলাদেশে থেকে ভারতীয়রা কোটি কোটি টাকা উপার্জন করে অবৈধভাবে পাঠায়, এটা মানিলন্ডারিং না? প্রশ্ন করেন হান্নান শাহ।
 
সরকারের উদ্দেশে তিনি বলেন, যদি আপনাদের কোমরে জোর থাকে তাহলে ভারতে যে মুদ্রা পাচার হচ্ছে তা বন্ধ করে দেখিয়ে দেন। তাহলে বুঝতে পারবো আপনারা মুদ্রা পাচারের বিচার করছেন।
 
জাতীয় ঐক্য প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সমালোচনা করে হান্নান শাহ বলেন, জঙ্গি নির্মূলে জাতীয় ঐক্য সবাই চায়। প্রধানমন্ত্রী বলেন, ঐক্য নাকি হয়ে গেছে। জানলাম না, শুনলাম না ঐক্য কীভাবে হলো, কার সাথে হলো?
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের সাথে সমঝোতা, ঐক্য করেছেন। সন্ত্রাসীদের সাথে প্রধানমন্ত্রী সন্ত্রাসের কথা বলছেন। বাংলাদেশের মানুষ, বিশিষ্ট ব্যক্তি ও অন্যান্য দলের সাথে তিনি ঐক্য করেননি।
 
সভায় সংগঠনের সহ সভাপতি মুহম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
আরইউ/একে/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।