ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১৬
বরিশালে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট

বরিশাল: ট্রাকে পেট্রোলবোমা হামলার মামলায়  বরিশালে বিএনপি ও জামায়াতের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

সোমবার (০১ আগস্ট) বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা সাইদুল হক এ চার্জশিট জমা দেন।

চার্জশিটে অভিযুক্ত বিএনপি নেতাকর্মীরা হলেন, বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মীর একেএম জাহিদুল ইসলাম, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আহম্মেদ, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কাউন্সিলর ফরিদ উদ্দিন হাওলাদার, ২৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, ২৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান ওরফে চুন্নু মৃধা, কোষাধ্যক্ষ আসাদুল্লাহ আসাদ, মামুন মোল্লা, ২৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফরিদ আহম্মেদ, ২৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি কবির হোসেন খান, সাধারণ সম্পাদক কাওসার মোল্লা, একই ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অলিউল ইসলাম পিন্টু, যুবদল নেতা সোহাগ, ইসলাম খান, দুলাল ফকির, মনির হোসেন, রুবেল চৌধুরী, হারুন, বিএনপি নেতা মো. বাচ্চু, শাকিল খান, স্বেচ্ছাসেবক দলের নেতা সামসুল কবির ফরহাদ, ২৬নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বাচ্চু ফরাজী, মো. আব্দুল আজিজ খলিফা ও কামরুল হাসান।

এছাড়া পশ্চিম জেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক অ্যাড. পলাশ, মহানগর জামায়াতের রোকন মো. শামিম কবির, হিরন মিয়া, মো. ফিরোজ আলম।

সরকার বিরোধী আন্দোলন চলাকালে গত ২০১৫ সালের ২৩ জানুয়ারি নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে রাতে ট্রাকে পেট্রোলবোমা হামলা হয়। পরে ওই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় এএসআই শরিফ হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারসহ নামধারী ৩০ জনকে আসামি করা হয়।


বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।