ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘জাতীয় ঐক্যের ব্যাপারে জামায়াতকে বাদ দেবে বিএনপি’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
‘জাতীয় ঐক্যের ব্যাপারে জামায়াতকে বাদ দেবে বিএনপি’

ঢাকা: জামায়াতকে প্রাধান্য না দিয়ে ভিন্নমত ভুলে দলমত নির্বিশেষে জঙ্গি-সন্ত্রাস দমনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ, আ স ম আব্দুর রব, সৈয়দ আবুল মকসুদ ও বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ বিশিষ্টজনেরা।

মঙ্গলবার (০২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান।

ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, জঙ্গি-সন্ত্রাস দমনে ভিন্নমত ভুলে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন। এখানে জামায়াত কোনো বিষয় নয়। বিএনপিই জামায়াতকে দূরে রেখেছে। সরকার ইচ্ছা করলে জামায়াতকে বাদ দিতে পারতো। কিন্তু সরকার তা করেনি। তবে জাতীয় ঐক্যের ব্যাপারে জামায়াতকে বিএনপি বাদ দেবে বলেও জানান তিনি। তাহলে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকলো না।

তিনি বলেন, যখন কোনো জনপদে সংকট দেখা দেয়, যদি জাতি জীবন্ত থাকে তখন সব ভিন্নমত ভুলে সবাই মিলেমিশে এক সঙ্গে তা প্রতিরোধ করতে হয়।

সাবেক এ উপাচার্য বলেন, দেশে এখন একাত্তরের সংকটের মতো সংকট চলছে। একদিকে জঙ্গি-সন্ত্রাস, অন্যদিকে বন্যা। বন্যায় দেশের তিন কোটি মানুষ ভাসছে।

জঙ্গিবাদ বৈশ্বিক সমস্যা, এদেশের নয়। জঙ্গিবাদ এখনো গভীরে ঢুকেনি। যদি আমরা জাতীয় ঐক্য গঠন করতে পারি, এক হতে পারি, জঙ্গিদের ঘৃণা করতে পারি, কারো কথায় নয়, নিজের অনুভূতির মাধ্যমে এক হতে পারি, তাহলে এখনও নিয়ন্ত্রণ সম্ভব।

যাদের ওপর দেশের ভবিষ্যৎ তাদের সঠিক শিক্ষা দিতে চাই। এজন্য মনোযোগ দেওয়া দরকার, জাতীয় এক্য দরকার।

দেশের শিক্ষা ব্যবস্থার সমালচনা করে ইমাজ উদ্দিন বলেন, দেশে ৩/৪ রকমের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার এ অবস্থা দূর করার পরামর্শ দেন তিনি।

হেনরি কিসিঞ্জারের উক্তি তুলে ধরে বঙ্গবন্ধু ও জিয়া না থাকলে কিসিঞ্জারের কথাই সত্যি হতো।


তিনি বলেন, জাতীয় ঐক্যের লক্ষ থাকে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার থাকবে।

জঙ্গিবাদের শেকড় এখনো গভীরে যায়নি। লক্ষ স্থির করে জাতীয় ঐক্য সৃষ্টি করতে না পারলে একের পর এক ঘটনা ঘটবে, আর আমরা দর্শকের মতো দেখবো। তাই দলমত নির্বশেষই জাতীয় ঐক্য দরকার

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা কামাল হায়দার, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, জাগপার সভাপতি শফিউল, বাংলাদেশ ন্যপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ইসলামী আন্দোলনের নেতা মেজবাউর রহমান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, সাবেক সংসদ সদস্য ও সাবেক ডাকসুর ভিপি সুলতান মোহাম্মদ মনছুর, বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী।    

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬/আপডেট ১৬১১ ঘণ্টা
এসএমএ/বিএস

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।