ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ধুনটে নাশকতা মামলায় যুবদল নেতা কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
ধুনটে নাশকতা মামলায় যুবদল নেতা কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নাশকতার মামলায় আমিনুল ইসলাম (৪০) নামে যুবদলের এক নেতাকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (০৩ আগস্ট) সকালে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

আমিনুল ইসলাম ধুনট উপজেলার চালাপাড়া গ্রামের গেদু শেখের ছেলে এবং পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ২ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে ধুনট শহরে নাশকতা সৃষ্টি করা হয়। এ ঘটনায় ধুনট থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি আমিনুল ইসলামের নামে ধুনট থানা থেকে বগুড়া আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়। পরে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হলে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।