ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াত ছাড়ার বিষয়ে এমাজউদ্দীনের বক্তব্য ব্যক্তিগত: ফখরুল

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
জামায়াত ছাড়ার বিষয়ে এমাজউদ্দীনের বক্তব্য ব্যক্তিগত: ফখরুল

ঢাকা: বিএনপিকে দুর্বল, পঙ্গু ও নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপিকে দুর্বল, পঙ্গু ও নিশ্চিহ্ন করতে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে হাওয়া ভবন থেকে উচ্ছেদ করা হয়েছে। এখন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকেও বাড়ি থেকে উচ্ছেদের প্রক্রিয়া করছে।

তিনি বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সারাদেশে গত কয়েক বছর ধরে একের পর এক মামলায় গ্রেফতার, গুম, হত্যা করা হচ্ছে। যা এখনো অব্যাহত। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে মনোবল ভেঙে দিতে এখনো নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, মওদুদকে বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে।

‘জামায়াত ছাড়ছে বিএনপি’ এমন ইঙ্গিত দিয়ে বিএনপির বুদ্ধিজীবী বলে খ্যাত ড. এমাজউদ্দীন আহমদের বক্তব্যের বিষয়ে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। আর কে কী ছাড়ছে না ছাড়ছে সে দিকে না গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জঙ্গি সমস্যা সমাধানে যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন তা নিয়ে ভাবা উচিত।  

বিএনপি মহাসচিব বলেন, জাতীয় ঐক্যের বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়েছে।  

জঙ্গি সমস্যা সমাধানে সরকারের কোনো চেষ্টা নেই অভিযোগ করে ফখরুল বলেন, জঙ্গি সমস্যা সমাধান না করে শুধু তারেক রহমানের খালাস হওয়া মামলায় সাজা দিচ্ছে তারা, বিএনপি চেয়ারপারসনের মামলায় চার্জশিট দিচ্ছে। আসলে তারা (সরকার) জঙ্গি দমন করতে চায় না, তাদের উদ্দেশ্য বিএনপিকে নিশ্চিহ্ন করা।

সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এমএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।