ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৪৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
সাতক্ষীরায় জামায়াত-শিবির কর্মীসহ গ্রেফতার ৪৫

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার আট থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতার অ‌ভিযোগে জামায়াত-শিবিরের ৯ কর্মীকে গ্রেফতার করেছে পু‌লিশ।

এছাড়া নিয়মিত মামলার আরও ৩৬ আসা‌মিকে গ্রেফতার করা হয়েছে।


 
মঙ্গলবার (২ আগস্ট) রাত থেকে বুধবার (৩ আগস্ট) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা জেলা পু‌লিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বাংলা‌নিউজকে জানান, একই সঙ্গে নিয়মিত মামলার আরও ৩৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জামায়াত-শি‌বির কর্মীদের নামে নাশকতার অ‌ভিযোগে মামলা রয়েছে।

সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।