ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি-জামায়াত দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
‘বিএনপি-জামায়াত দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি গ্রুপ দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি-জামায়াত দেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।

তাদের এ চেষ্টা কখনও সফল হবে না।

বিএনপি-জামায়াতের এ অপচেষ্টা রুখতে হবে। ঘরে ঘরে জঙ্গীবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে।

বুধবার (০৩ আগস্ট) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী কলেজের সামনে বোয়ালমারী-ফরিদপুর সড়কে মানববন্ধন কর্মসূচিতে এসব কথা বলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. আব্দুর রহমান।

কাদিরদী কলেজ, কাদিরদী উচ্চ বিদ্যালয়, কাদিরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদিরদী দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং এলাকার হাজারো মানুষ মানববন্ধনে অংশ নেন।

মুজুরদিয়া ব্রিজ থেকে কাদিরদী বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উপস্থিত ছিলেন কাদিরদী কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্যা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, আওয়ামী লীগের নেতা সাফি মৃধা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।