ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৬
রাজশাহীতে জামায়াতের আমিরসহ গ্রেফতার ৮

রাজশাহী: রাজশাহী মহানগর জামায়াতের আমিরসহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৩ আগস্ট) বিকেলে মহানগরীর মসজিদ মিশন একাডেমি থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

যাদের গ্রেফতার করা হয়েছে- রাজশাহী মহানগর জামায়াতের আমির আবুল হাশেম, মসজিদ মিশন একাডেমির অধ্যক্ষ আকবর আলী, বোয়ালিয়া থানা জামায়াতের আমির সিরাজুল ইসলাম, মাইনুল ইসলাম, রেজাউল করিম, কুরবান আলী, আমিনুল ইসলাম ও কামরুজ্জামান সোহেল।

মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

বুধবার রাত ৯টার দিকে মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার জামায়াত নেতারা গোপন বৈঠক করছিলেন । এমন সংবাদের ভিত্তিতে মসজিদ মিশন একাডেমির ৪০৪ নং কক্ষে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের প্রত্যেকের নামে একাধিক নাশকতার মামলা আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২২৩১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৬
এসএস/এএটি/আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।