ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

৫ মামলায় হাজিরা দিতে আদালতে ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
৫ মামলায় হাজিরা দিতে আদালতে ফখরুল

ঢাকা: ২০১৩ সালের হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় দায়ের করা পৃথক ৫টি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মামলা পাঁচটির মধ্যে তিনটিতে অভিযোগ গঠনের শুনানি ও বাকি দু’টিতে নিয়মিত শুনানি হবে।

 

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ বাংলানিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকালে পৃথক ৫টি মামলায় তিনি ঢাকার সিএমএম আদালতে এ হাজিরা প্রদান করেছেন।

পৃথক পৃথক ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলার শুনানি হবে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
এমআই/এএসআর/

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।