ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় ঐক্যের প্রক্রিয়ার জন্য খালেদা অনুপযুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
জাতীয় ঐক্যের প্রক্রিয়ার জন্য খালেদা অনুপযুক্ত ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গণতান্ত্রিক রাজনীতি ও জাতীয় ঐক্যের প্রক্রিয়ার জন্য খালেদা জিয়া অনুপযুক্ত’।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) সকাল ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে স্থানীয়দের সঙ্গে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া যেমন যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারেন নি তেমনি স্ব-ঘোষিত জঙ্গি খুনিদেরও বাঁচাতে পারবেন না।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।