ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির দুই নেতার মৃত্যুতে ফখরুলের শোক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
বিএনপির দুই নেতার মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য এহসান চেয়ারম্যান এবং ফটিকছড়ি থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক নুরুল আবছার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এক শোকবাণী পাঠান।

এতে বিএনপি মহাসচিব বলেন, তারা তাদের নিজ নিজ এলাকায় বিএনপিকে দৃঢ় ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি গভীর আস্থা এবং তার নেতৃত্বে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা দলের নেতাকর্মীদের মন থেকে কোনো দিনও মুছে যাবে না।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম এহসান চেয়ারম্যান এবং নুরুল আবছার চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকাহত পরিবার, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহানুভূতি জানান।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬

এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।