ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কমলনগরে জামায়াতের ৮ নারী সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৬
কমলনগরে জামায়াতের ৮ নারী সদস্য আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে জামায়াতের আট নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) বিকেলে উপজেলার চরফলকন ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পারুল আক্তার (২২), শিউলি (২৮) লুবনা (১৮), শাহিনুর বেগম (২২), জোলেখা বেগম (২৪), নারগিস আক্তার (২০), পারুল বেগম (২৩) ও মারজাহান (২৮)।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ বাংলানিউজকে জানান, ফলকন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য গোপন বৈঠক করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এসময় জামায়াতের আট নারী সদস্যকে আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আটক নারীদের স্বজনরা দাবি করেছেন নাশকতার জন্য গোপন বৈঠক নয়, কোরআন ও নামাজের তালিম দেওয়ার জন্য তারা ঘটনাস্থলে একত্রিত হয়েছিল।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।