ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

আশুলিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৬
আশুলিয়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আশুলিয়া: আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমানকে (২৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (০৪ আগস্ট) দিবাগত রাতে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চাকলগ্রামে এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা জানান, রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন হাবিবুর। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ আক্রমণ চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

হাবিবুরের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।