ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ আটক ৫৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ আটক ৫৩

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ মোট ৫৩ জন আটক হয়েছেন।

শুক্রবার (৫ আগস্ট) রাত ৯টা থেকে শনিবার (৬ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত মহানগরীর চার থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও মহানগরীর রাজপাড়া জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম আটকের এ তথ্য বাংলানিউজকে জানান।

আটক জামায়াত-শিবিরের দুই কর্মী হলেন- মহানগরীর হাজরাপুকুর এলাকার জামায়াতকর্মী ওমর ফারুক (৩০) ও মতিহার থানার শ্যামপুর মোল্লাপাড়া এলাকার শিবিরকর্মী ইমাম হোসেন (২৭)।

এছাড়া মহানগরীর বোয়ালিয়া থানা ২৪ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ১০ জন ও শাহ মখদুম থানা চারজনকে আটক করে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ও মাদক বিক্রির আসামি রয়েছে।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ইফতে খায়ের আলম।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এসএস/জিসিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।