ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপির কমিটি থেকে মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৬
বিএনপির কমিটি থেকে মোসাদ্দেক আলী ফালুর পদত্যাগ!

ঢাকা: বিএনপির সদ্যঘোষিত নতুন কমিটির ভাইস চেয়ারম্যান মোসাদ্দেক আলী ফালু পদত্যাগ করেছেন বলে খবর ছড়িয়েছে।  

শনিবার (৬ আগস্ট) বিকেলে ফালুর পরিচালিত সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি।

দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৫০২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে ৩৪ নেতার পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে নাম ঘোষিত হয় মোসাদ্দেক আলী ফালুরও। এছাড়া ঘোষণা করা হয় ১৯ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি, ৭৩ সদস্যবিশিষ্ট চেয়ারপারসনের উপদেষ্টা কমিটি এবং ৭ সদস্যবিশিষ্ট যুগ্ম-মহাসচিব কমিটিও।

ফালু ভাইস চেয়ারম্যান হওয়ার আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।