ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

পীরগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
পীরগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ চলছে

রংপুর: রংপুরের নবগঠিত পীরগঞ্জ পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (০৭ আগস্ট) সকাল ৮টায় নয়টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ পৌরসভার নয়টি ওয়ার্ডের ১২ হাজার ৯৩৭ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ৬ হাজার ৩১৭ এবং নারী ৬ হাজার ৬২০ জন।

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি, বি-সার্কেল) বাংলানিউজকে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছেন। দু’জন ম্যাজিস্ট্রেট সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, নয়টি ভোটকেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেখানে যাথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জনসহ মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়রপদে প্রতিদ্বন্দিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ছালেহ্ মো. তাজিমুল ইসলাম শামীম (নৌকা), বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মন্ডল সেবু (ধানের শীষ), পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যন স্বতন্ত্র সায়দুর রহমান (নারিকেল গাছ) ও পীরগঞ্জ নাগরিক কমিটির সভাপতি স্বতন্ত্র অ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু (জগ) প্রতীক।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।